জানুয়ারি ৩, ২০২২, ১১:৫১ পিএম
চীনের উত্তর–পশ্চিমাঞ্চলীয় জিয়ান শহরে বাড়ছে করোনার সংক্রমণ। শহরজুড়ে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। শহরের ১ কোটি ৩০ লাখ বাসিন্দা ১২ দিন ধরে গৃহবন্দী অবস্থায় আছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খাবার বা প্রয়োজনীয় রসদ কিনতেও বাইরে যেতে পারছেন না জিয়ানের বাসিন্দারা। বাসায় বাসায় খাবার সরবরাহ করছে শহর কর্তৃপক্ষ। তবে এ নিয়ে অভিযোগ উঠেছে। অনেকেই বলেছেন, বাসায় খাবারের মজুত কমে আসছে। এরপরও সহায়তা পাননি তারা।
চীনে বর্তমান করোনা সংক্রমণের কেন্দ্র এই জিয়ান শহর। শহরটিতে গত ৯ ডিসেম্বর থেকে ১ হাজার ৬০০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিএনএন বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণে চীনা কর্তৃপক্ষ জিয়ান শহরে যে ধরনের কড়াকড়ি আরোপ করেছে, তা ২০২০ সালের শুরুতে উহান শহরে আরোপিত বিধিনিষেধের পর সবচেয়ে কঠোরতম।
এর মধ্যেই গত ১ জানুয়ারি মধ্যরাতের পর জিয়ানের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকা থেকে কয়েক শ বাসিন্দাকে কোয়ারেন্টিনে নেওয়া হয়।