দেশে করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২১, ০৬:০৫ পিএম

দেশে করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণে (কোভিড-১৯) ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৭৪। এছাড়া একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৩৫ জনের শরীরে। আগের দিন ৬ হাজার ৯৫৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছিল।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ৬৯৫৯, ৬৬৮৪, ৬৮৮৫, ৮৪৬৫, ১০১২৬, ১০৪২০ ও ১১১৬৪জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ২৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ১৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪ জনের। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

Link copied!