অক্টোবর ১, ২০২৫, ০৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
মরক্কোতে তরুণদের নেতৃত্বে চলমান বিক্ষোভ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সহিংস হয়ে ওঠে। এ সময়, দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। দেশে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নতির দাবিতে দেশটিতে চারদিন ধরে আন্দোলন চলছে।
টিকটক, ইনস্টাগ্রাম ও ডিসকর্ডের মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ‘জেন-জি ২১২’ নামের একটি অজ্ঞাত গোষ্ঠী আন্দোনলনের ডাক দেয়।
বিক্ষোভ চলাকালে দক্ষিণের তিজনিত, ইনজেগানে ও আইত আমিরা, পূর্বাঞ্চলের উজদা এবং রাজধানী রাবাতের কাছের তেমারা শহরে শত শত তরুণ রাস্তায় নেমে নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে।
আইত আমিরায় আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করে উল্টে দেয় এবং একটি ব্যাংকে আগুন ধরিয়ে দেয়।
ইনজেগানে স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশধারী তরুণরা একটি ব্যাংকে আগুন দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ সেখানে জলকামান ব্যবহার করে। কয়েকটি গাড়ি পোড়ানো হয়, এমনকি একটি বড় সুপারমার্কেটে হামলার চেষ্টাও হয়।
তিজনিতে আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে স্লোগান তোলে—জনগণ দুর্নীতির অবসান চায়। এরমধ্যে উজদায় নিরাপত্তা বাহিনীর গাড়ির ধাক্কায় এক বিক্ষোভকারী গুরুতর আহত হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমএপি জানায়।
রাজধানী রাবাতে স্লোগান দেওয়ার চেষ্টা করলে পুলিশ ডজনখানেক তরুণকে গ্রেফতার করে। মরক্কোর মানবাধিকার সমিতি (এএমডিএইচ) জানিয়েছে, ৩৭ জন তরুণকে জামিনে মুক্তি দেওয়া হলেও তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সংস্থাটির রাবাত শাখার প্রধান হাকিম সাইকুক এই গ্রেফতারকে অসাংবিধানিক বলে অভিহিত করেছেন।
এর আগে, কাসাব্লাঙ্কায় রবিবার মহাসড়ক অবরোধ করা ২৪ বিক্ষোভকারীর বিরুদ্ধে বিচারিক তদন্ত চলছে। সরকারি জোট এক বিবৃতিতে বলেছে, তারা তরুণদের সঙ্গে প্রাতিষ্ঠানিক ও জনপরিসরে বাস্তবসম্মত সমাধান খুঁজতে আলোচনায় প্রস্তুত।
একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর আইনানুগ ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করেছে সরকার।
এসব বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।