বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। করোনার প্রতিষেধক টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতে বিশ্ববাসী। এরই মধ্যে গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৪৫ হাজারের বেশি এবং এদিনে সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ ৫৯ হাজার ৩০৮ জন। আর সুস্থ হয়েছেন ১০ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ২৭ জন।
রবিবার (৪ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ১২৬ জন। এর মধ্যে ৫ লাখ ৬৮ হাজার ৫১৩ জন করোনা মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৬৩২ জন।
আক্রান্ত এবং মৃত্যু বিবেচনায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৫৯৭ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩০ হাজার ২৯৭ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৫ হাজার ৫৪৬ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারতই হচ্ছে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৫০৯ জন। মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৬৫৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ২৯ হাজার ২৮৯ জন।
শনাক্তের তালিকায় রাশিয়াকে ছাড়িয়ে তালিকায় চার নম্বরে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত ৪৭ লাখ ৪১ হাজার ৭৫৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৯৬ হাজার ৪৯৩ জন। আর সুস্থ হয়েছেন ২৯ লাখ ৭ হাজার ৭৩৪ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ১ লাখ ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৫ লাখ ৭২ হাজার ৭৭ জন। আর এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৯৫ হাজার ৮৬৯ জন।
এরপর শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, তুরস্ক ও জার্মানি। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
এদিকে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা ফের বেড়েই চলছে। প্রতি চারজনের নমুনা পরীক্ষাতে একজন করে কোভিড রোগী শনাক্ত হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৬৮৩ জন। আগের দিনের চেয়ে মৃতের সংখ্যা ৮ জন বাড়লেও একই দিনের তুলনায় ১ হাজার ১৪৭ জন কম নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া আগের দিনের চেয়ে ১০৯ জন কম রোগী সুস্থ হয়ে উঠেছেন।
আগের দিন (শুক্রবার) সারাদেশে করোনায় ৫০ জনের মৃত্যু এবং ৬ হাজার ৮৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলো। এদিন হাসপাতাল ও বাসায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছিলো ২ হাজার ৪৭৩ জন।