বিশ্বে করোনা সংক্রমণ শনাক্তের রেকর্ড আবার ছাড়িয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ২৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা মহামারি শুরুর পর থেকে এক দিনে এত রোগী শনাক্ত হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার জানায়, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৯ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৮০৯ জনের। করোনায় মারা গেছেন ৫৪ লাখ ৬২ হাজার ৬৩১ জন। বিশ্বে নতুন করে এক দিনে করোনা শনাক্ত হয়েছে ২৬ লাখ ১৮ হাজার ১৩০ জনের। এক দিনে করোনায় মারা গেছেন ৮ হাজার ১৬৮ জন।
এর আগে গত বুধবার করোনা শনাক্তের রেকর্ড হয়েছিল। বুধবার এক দিনে ২২ লাখ ৯৪ হাজার ৩৯ জনের করোনা শনাক্ত হয়। এক দিনের ব্যবধানেই সে রেকর্ড ভেঙে গেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, গত ৯ দিনে আটবার ১০ লাখের বেশি করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেবল সরকারঘোষিত করোনা শনাক্ত ও মৃত্যুর তথ্য হিসাবে ধরে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৫ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপরই রয়েছে ভারত। সেখানে ৩ কোটি ৫১ লাখ ৯ হাজার ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।