তরমুজ, বাঁশি ও লাউসহ এনসিপিকে ৫০ প্রতীকের তালিকা দিলো ইসি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০৬:৪৫ পিএম

তরমুজ, বাঁশি ও লাউসহ এনসিপিকে ৫০ প্রতীকের তালিকা দিলো ইসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে নিজেদের প্রতীক বাছাইয়ের জন্য ৫০টি প্রতীকের তালিকা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) তবে তালিকায় নেই শাপলা প্রতীক, যা এনসিপি বারবার দাবি করে আসছে।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, এনসিপির নিবন্ধনের আবেদন প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। 

আবেদনপত্রে প্রথমে শাপলা, কলম মোবাইল ফোন প্রতীক চাওয়া হয়; পরবর্তীতে তা সংশোধন করে শাপলা, সাদা শাপলা লাল শাপলা দাবি করা হয়। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী শাপলা প্রতীক তালিকায় নেই।

চিঠিতে আরও বলা হয়েছে, নিবন্ধনের জন্য দলকে অক্টোবরের মধ্যে প্রদত্ত ৫০টি প্রতীকের তালিকা থেকে একটি বেছে নিতে হবে। এই প্রতীক বরাদ্দ হলে তা দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না পরবর্তী সময়ে তারা অন্য প্রতীকের জন্য আবেদন করে।

প্রদত্ত প্রতীকগুলোর মধ্যে রয়েছেআলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস হেলিকপ্টার।

ইসি সচিব ২৩ সেপ্টেম্বর জানান, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়, কারণ এটি সংরক্ষিত প্রতীকের তালিকায় নেই। অন্যদিকে, এনসিপির নেতারা এখনো দাবি করছেন, তাদের নিবন্ধন অবশ্যই শাপলা বা এর ভিন্ন রূপ (সাদা শাপলা, লাল শাপলা) প্রতীক দিয়ে হতে হবে।

Link copied!