এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট পাসের হার ৯৫.২৬ শতাংশ। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। এসময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।। দুপুর ১২টায় অনলাইনে ফল পাওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও সব শিক্ষা বোর্ডের রেজাল্টের ওয়েবসাইটে (www.educationboard.gov.bd) ফল জানা যাবে। বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের তথ্য দিয়ে প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করতে হবে কলেজ ও মাদরাসাগুলোকে।
ফল জানা যাবে মোবাইলেও
যারা মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ফল পেতে চান, তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2021 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে। ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কোন বোর্ডের কি অবস্থা
বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ ও জিপিএ ফাইভ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন, সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ ও জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯ ও জিপিএ ফাইভ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন। এছাড়া দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ ও জিপিএ ফাইভ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন, চট্টগ্রামে বোর্ডে পাসের হার ৮৯.৩৯ শতাংশ ও জিপিএ ফাইভ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন,যশোর বোর্ডে পাসের হার ৯৮.১১ ও জিপিএ ফাইভ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন, রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ ও জিপিএ ফাইভ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৫.৭১ শতাংশ ও জিপিএ ফাইভ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন।
ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ।