জুলাই ৯, ২০২২, ০৪:৩৯ পিএম
রবিবার পবিত্র ঈদুল আযহা। ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত শুরু হবে সকাল ৮টায়। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেই জামাতে নামাজ পড়বেন।
ঈদের জামাতকে ঘিরে এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
প্রধান ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন।
বায়তুল মোকাররমে ৫ জামাত
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবছরের মত এবারও ঈদুল আজহার দিনে পাঁচটি জামাত হবে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
রবিবার সকাল ৭টায় ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত হবে। তাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা, এবং পৌনে ১১টায় আরও চারটি জামাত হবে সেখানে। এছাড়া ঢাকার সব মসজিদেও এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা থাকছে।
আষাঢ়ের শেষ সময় হওয়ায় ঈদের দিন ভারি বর্ষণের সম্ভাবনা কম; তবে হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এবার ১৯৫তম ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল ৯টায় এ জামাতে ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।
ঈদের এই জামাতে যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনে কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। আয়োজকদের দাবি, প্রায় ২২ একর আয়তনের গোর-এ-শহীদ বড় ময়দানে পাঁচ থেকে ছয় লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। সকাল সাড়ে ৮টায় সেখানে কোরবানির ঈদের জামাত হবে।
চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে জমিয়াতুল ফালাহ জাতীয মসজিদে। সকাল পৌনে ৮টায় এ জামাতে ইমামতি করবেন সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। এছাড়া সকাল পৌনে ৯টায় আরেকটি জামাত হবে এ মসজিদে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের তত্ত্বাবধানে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
খুলনা
খুলনায় কোরবানির ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম ও প্রধান জামাত হবে। এ মসজিদে সকাল ৯টায় এবং সকাল ১০টায় আরও দুটি জামাত হবে।
রাজশাহী
রাজশাহীতে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত হবে শাহ মখদুম দরগা জামে মসজিদে।
বরিশাল
বরিশালে সকাল ৭টায় ঈদের প্রধান জামাত হবে নগরীর বান্দ রোড কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদ গা ময়দানে। নগরীর জামে এবাদুল্লাহ ও জামে কসাই মসজিদে দুটি করে জামাত হবে। দুটি মসজিদেই প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।এছাড়া নগরীতে সাড়ে ৫শ মসজিদে সকাল সাতটা থেকে শুরু করে বিভিন্ন সময়ে ঈদ জামাতের ব্যবস্থা হয়েছে।
সিলেট
সিলেটে কোরবানির ঈদের প্রধান জামাত হবে শহরের শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এ জামাতে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠ, হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ এবং বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদেও ৮টায় ঈদ জামাতের আয়োজন হয়েছে।
বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে এবার তিনটি জামাত হবে। সকাল ৭টা, ৮টা এবং ৯টায়। এছাড়া নগরীর অন্তত ৫০টি ঈদগাহে হবে ঈদুল আজহার জামাত।