চা শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। দৈনিক মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা করা হয়েছে। এছাড়াও শ্রমিকদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। যা মিলে দৈনিক মজুরি প্রায় ৫০০ টাকার কাছাকাছি পৌঁছাবে।
শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-বাগান মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠক থেকে নতুন মজুরি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘ প্রধানমন্ত্রী নতুন মজুরি নির্ধারণের সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী রোববার থেকেই যেন সবাই কাজে যোগ দেয়।’
এর আগে শনিবার বিকেল ৪টায় গণভবনে এ বৈঠক শুরু হয়। যেখানে দেশের বৃহৎ ১৩ চা বাগান মালিক উপস্থিত ছিলেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে চা শ্রমিকরা দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। পরে ১৩ আগস্ট অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছেন চা শ্রমিকরা।
ভরা মৌসুমে মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের ১৭ দিনের আন্দোলনের ফলে শত শত কোটি টাকা ক্ষতি হয়েছে। কাঁচা চায়ের পাতা প্রক্রিয়াজাত করতে না পারায় পচে ও শুকিয়ে নষ্ট হয়ে গেছে।