তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে মার্কিন সেনাদের হাতে উদ্ধার হওয়া ৬ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। কাবুল ত্যাগ করে স্পেনের মার্কিন ঘাটিতে আশ্রয় পাওয়া এই বাংলাদেশিরা বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তার্কিশ এয়ারলেইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তারা আফগানিস্তানে জার্মানির একটি সংস্থায় কাজ করতেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা আফগানিস্তান থেকে উদ্ধার হওয়া ছয় বাংলাদেশি স্পেনের মালাগা বিমানবন্দর থেকে ঢাকা এসেছেন।এর আগে, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্পেনের মালাগা বিমান বন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনারা তাদের উদ্ধার করে সৌদি আরবের রিয়াদে নিয়ে যায়। পরে মার্কিন বিমানে করে সৌদি আরব থেকে স্পেনের রোটা সামরিক ঘাঁটিতে নামিয়ে দেওয়া হয়। তখন থেকেই তারা মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে রোটা সামরিক ঘাঁটিতে অবস্থান করছিলেন। পরে তাদেরকে দেশে ফেরাতে স্পেনে বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েই স্পেনে বাংলাদেশ দূতাবাস ওই বাংলাদেশিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে। তাদেরকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাস প্রথম থেকেই স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন দূতাবাস এবং রোটা বিমান ঘাঁটির ইউএস কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে। অবশেষে ছয়জন বাংলাদেশী গত ১৪ সেপ্টেম্বর টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে মাদ্রিদ ত্যাগ করে বুধবার ঢাকায় পৌঁছাল।
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের দেখা-শোনার দ্বায়িত্বে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস জানান, সবমিলিয়ে আফগানিস্তানে থাকা মোট ৩০ জন বাংলাদেশির মধ্যে ২৩ জন দেশে ফিরলেন। বাকি ৭ জন সেচ্ছায় আফগানিস্তানে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান।