ফলাফল সংগ্রহ কেন্দ্রে হঠাৎ উপস্থিত সাক্কু, রিফাত-সাক্কুর সমর্থকদের হাতাহাতি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২২, ০৩:১৫ এএম

ফলাফল সংগ্রহ কেন্দ্রে হঠাৎ উপস্থিত সাক্কু, রিফাত-সাক্কুর সমর্থকদের হাতাহাতি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা।বুধবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। উৎসবমুখর পরিবেশেই স্থানীয় সরকারের এই ধাপের নির্বাচন হয়েছে। ভোটগ্রহণ শেষে কেন্দ্র থেকে ফল আসতে শুরু করেছে।

বুধবার  রাত ৯টায় সবশেষ ফলাফলে মোট ১০৫টি কেন্দ্রের মধ্যে ১০৩ টি কেন্দ্রে নৌকার আরফানুল হক রিফাত পেয়েছেন ৪৮ হাজার ৭১৬ ভোট। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৮ হাজার ৪৯৭ ভোট। এই হিসেবে ১০২টি কেন্দ্রে মাত্র ২১৯ ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী রিফাত।

এদিকে, হঠাৎই ভোট ফলাফল কেন্দ্রে হাজির হন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। এসময় তার সমর্থকরা তার নামে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে রিফাত ও সাক্কুর সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ফল ঘোষণা শুরুর আগে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী গণমাধ্যমকে বলেন, বৃষ্টির কারণে প্রিজাইডিং অফিসারের আসতে সময় লাগছে। এ কারণে ফল জানাতে কিছুটা দেরি হচ্ছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, এ নির্বাচনে প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা তিনি পাননি। বেশকিছু ভোটকেন্দ্রে তার লোকজনকে হয়রানি করা হয়েছে এবং কোথাও মারধরও করা হয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান নৌকার প্রার্থী।

সাক্কু গণমাধ্যমকে বলেন, নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর হয়েছে। ইভিএমের কারণে ভোট কাস্টিং কম হয়েছে। অনেকে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন। আমি তো মনে করেছিলাম, ইভিএম শুধু জাতীয় নির্বাচনের জন্য। কিন্তু সিটি নির্বাচনের মাত্র একশ কেন্দ্রেই যে জটিলতা হয়েছে, জাতীয় নির্বাচনে তো হাজার হাজার কেন্দ্র থাকবে। এটা ইভিএমে যদি হয়, তাহলে কী হবে তা এখনই বুঝা যাচ্ছে। 

এদিকে ভোটগ্রহণ শেষে ব্রিফিংয়ে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সার্বিক দিক বিবেচনায় বলা যায়, কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। এ সিটিতে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। খুব বিরূপ মন্তব্যও আমরা পাইনি।’

Link copied!