সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। পাঁচদিনব্যপি এই মহা উৎসবের সমাপ্তি ঘটে বিজয়া দশমীতে ভাবগাম্ভীর্য ও সম্মানের সঙ্গে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। চলতি বছর বিজয়া দশমী পালিত হবে শুক্রবার (১৫অক্টোবর)।
তবে, কুমিল্লার এক মন্দিরে ‘কোরআন অবমাননা’র গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এবারের বিজয়া দশমী নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও দুশ্চিন্তা বিরাজ করছে। এই ঘটনার জের ধরে দেশের বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়া সহিংসতায় বেশ কয়েকজনের মৃত্যুর কথা শোনা গেছে। আহত হয়েছে প্রায় শতাধিক।
দিনটিকে নির্বিঘ্নে পালন করতে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে গৃহীত হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এদিন ভক্তরা দিনটি উদযাপন করতে পূজা মণ্ডপগুলোতে ভিড় জমান, মন্ত্র পাঠ করেন, দেবী দূর্গার প্রতি পুষ্পাঞ্জলি প্রদান করে তার আশীর্বাদ কামনা করেন। এই উৎসব উপলক্ষ্যে সারাদেশে মণ্ডপগুলোকে নানা রঙে, নানা ভাবে বিভিন্ন প্রতিমা দিয়ে সাজানো হয়েছে।
বিজয়া দশমীকে বলা হয় মানুষে মানুষে শান্তি ও সুন্দর সম্পর্ক গড়ে তোলার এক বিশেষ অনুষ্ঠান হিসেবে। এদিন মানুষ তাদের আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশির বাড়িতে আতিথেয়তা নেন, প্রাসাদ বিতরণ করেন এবং হিন্দু নারীরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন।
এবছর দেশের ৩২ হাজার ১১৮ টি মণ্ডপে এবারের দুর্গোৎসব পালিত হচ্ছে। শুক্রবার বিজয়া দশমীর দিনে হাজার হাজার লোক রাজধানীর বুড়িগঙ্গায় দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের শামিল হবেন। এসময় ভক্তরা দেবী দূর্গা, তার সন্তান লক্ষী, স্বরস্বতী, কার্তিক এবং গণেশকে অশ্রুসজল বিদায় জানাবেন। এবং আগামী বছর আবারো দূর্গার আগমনের ইচ্ছা জানিয়ে একে একে সব প্রতিমা বিসর্জন দেবেন।
এর আগে, গত ১১ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের এই পাঁচদিনব্যপি উৎসব শুরু হয়।
দুর্গা পূজা শারদীয় দুর্গাপূজা নামে পরিচিত আমাদের দেশে। এই পূজায় দেবীর দুর্গার অন্তঃস্থ স্বর্গীয় শক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পূজা করা হয়। এই পূজা ভালো-মন্দের চিরন্তন লড়াইয়ের প্রতীক যেখানে সর্বদা শুভ শক্তির জয় হয়।