রোহিঙ্গাদের জন্য ১৮ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৩:২০ পিএম

রোহিঙ্গাদের জন্য ১৮ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে দেশটির রাখাইন প্রদেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গাদের জন্য প্রায় ১৮ কোটি মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২২ সেপ্টেম্বর) রোহিঙ্গা শরণার্থীদের জন্য জো বাইডেন সরকার নতুন এ সহায়তা ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক আল–জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালেয়ের ওই বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনসহ ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের মুখে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা ১৫০ কোটি ডলারে পৌঁছেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের ওপর যে চ্যালেঞ্জ এবং দায়িত্ব তৈরি হয়েছে, তা স্বীকার করছে যুক্তরাষ্ট্র। এ সংকট মোকাবিলা ও সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কার্যক্রমে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা গেছে।

এক বিবৃতিতে নেড প্রাইস বলেন, এ সংকটে মার্কিন মানবিক সহায়তা নানা ক্ষেত্রে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, দুর্যোগে সাড়া, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ইত্যাদি।

শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক আচরণ করেছে, তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়। এছাড়াও, রোহিঙ্গাদের দুর্দশা দূর করতে অন্যান্য দাতাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন।

Link copied!