জুন ২৪, ২০২৩, ০১:০০ পিএম
আসছে সেপ্টেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
শনিবার (২৪ জুন) রাজধানীতে দেশের প্রথম স্মার্টফোনভিত্তিক ‘সূর্য বিদ্যুৎ’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) এই অ্যাপ আবিষ্কার করেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই অ্যাপ ব্যবহার করা যাবে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, “চলতি বছরের সেপ্টেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে পারেন।”
দেশ এখন শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায় রয়েছে উল্লেখ করে ইয়াফেস ওসমান আরও বলেন, “মাঝেমধ্যে চাহিদা বাড়ায়, বিদ্যুৎ সংকট দেখা দিলে মানুষ কষ্ট পায়। এতে আমরাও কষ্ট পাই। তবুও বৈশ্বিক যুদ্ধ বাস্তবতায় সমস্যায় পড়েছিলাম। তবে আমরা সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছি।” এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঈশ্বরদীর উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যু কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিটে মোট উৎপাদন ক্ষমতা হবে দুই হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিটে স্থাপিত হবে সর্বাধুনিক থ্রি প্লাস প্রজন্মের রুশ ভিভিইআর এক হাজার ২০০ রিয়্যাক্টর, যেগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ৩০ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন। পরবর্তীতে ২০২১ সালের ১০ অক্টোবর এবং ২০২২ সালের ১৮ অক্টোবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যথাক্রমে এই কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লিপাত্র বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের কাজ উদ্বোধন করেন। উভয় অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনার ঈশ্বরদীতে যুক্ত হন প্রধানমন্ত্রী। রূপপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশ আণবিক শক্তি সংস্থা-রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সিই লিখাচেভ।