সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা, বৃহস্পতিবার দাফনের সিদ্ধান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২৩, ০১:৪০ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা, বৃহস্পতিবার দাফনের সিদ্ধান্ত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সদস্যদের সাথে আলোচনার পর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এ বিষয়টি সোহরাওয়ার্দী উদ্যানে জানাজার সময়ই জানিয়ে দেওয়া হবে।

বুধবার (১২ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আলতাফুন্নেছা মায়া। 

অধ্যাপক আলতাফুন্নেসা জানান, আগামীকাল (বৃহস্পতিবার) ১০ টায় জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।  

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় সাভা‌রের গণস্বাস্থ্য‌ কে‌ন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মর‌দেহ নেওয়া হ‌বে। সেখা‌নে গণস্বা‌স্থ্যের সকল স্তরের মানু‌ষের শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে বাদ জুমা তার দ্বিতীয় নামা‌জের জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে।

প্রসঙ্গত, জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন কিডনিরোগসহ বিবিধ স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী নারীনেত্রী শিরীন হক এবং দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের পর তাঁর সবচেয়ে বড় অবদান ১৯৮২ সালের জাতীয় ঔষুধ নীতি। স্বাধীনতার পর স্বাস্থ্যখাতে যেটাকে বিবেচনা করা সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে। তাঁর প্রচেষ্টায় আমদানি ওষুধের সংখ্যা কমে দাঁড়ায় ২২৫-এ। বর্তমানে ৯০ শতাংশ ওষুধই দেশে তৈরি হচ্ছে এবং বাংলাদেশ একটি ওষুধ রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে ওঠার পেছনে এই মানুষটির অবদান বিশাল।

Link copied!