নির্বাচন কমিশন গঠন : কাজী হাবিবুল আউয়াল সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০২:৩৫ এএম

নির্বাচন কমিশন গঠন : কাজী হাবিবুল আউয়াল সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল। শনিবার বিকেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার দলমত নির্বিশেষে সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন। 

এর আগে সিইসি ও চার নির্বাচন কমিশনারের নিয়োগের ফাইল রাষ্ট্রপতির কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন সিইসি ও ৪ জনকে ইসি হিসেবে পরবর্তি ৫ বছরের জন্য নিয়োগ দেন। পরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

সহকারী জজ হিসেবে কর্মজীবন শুরু হয়েছিল সিইসির 

সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল বিভিন্ন মেয়াদে আইন মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় ও প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচার বিভাগের কর্মকর্তা হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে সুপার নিউমারারি (স্বল্প সময়ের জন্য) সচিব ছিলেন। 

কাজী হাবিবুল আওয়াল ১৯৮১ সালে তিনি বিচার কর্মবিভাগে মুন্সেফ (সহকারী জজ) পদে যোগদান করে জেলা ও দায়রা জজসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আইন কমিশনের সচিব ও শ্রম আদালতের চেয়ারম্যান পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।

তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিব ও সিনিয়র সচিব পদে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

Link copied!