অক্টোবর ৫, ২০২৪, ০৫:১৩ পিএম
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তাওহীদ হৃদয়। ছবি : বিসিবি
গোয়ালিয়রে রবিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। ২ টেস্টের সিরিজ বাংলাদেশ ২-০ তে হেরেছে। এবার টি-টোয়েন্টি লড়াই উপহার দিতে হবে।
সাকিব আল হাসান খেলছে না। ওদিকে ভারতের দলে নেই রোহিত ও কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তারা অবসর নিয়েছিল।
বাংলাদেশ সাকিবকে ছাড়া নতুন যুগে পা রাখবে। অন্যদিকে ভারতও বেশ তরুণ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে। আর টি-স্পোর্টস সম্প্রচার করবে।