দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর পোশাকশিল্পে অস্থিরতার মাঝেও গত সেপ্টেম্বরে পণ্য রফতানি ১৬ দশমিক ২৭ শতাংশ বেড়ে ৩৮৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৩৩২ কোটি ডলার, অর্থাৎ ৫৪ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, জুলাইয়ে ৩৮২ কোটি ও আগস্টে ৪০৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মোট রফতানি ১ হাজার ১৭৫ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৮৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে পণ্য রফতানির পরিমাণ ৪০ দশমিক ৮১ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮৯ শতাংশ কম।