সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআর চালু করলো এসওসি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৬:৩৩ পিএম

সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআর চালু করলো এসওসি

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাইবার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিজস্ব সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) চালু করেছে। আজ রোববার এনবিআর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির নির্দেশনা ও কমপ্লায়েন্স অনুযায়ী এসওসি স্থাপন করা হয়েছে, যাতে এনবিআরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা জোরদার করা যায় এবং সাইবার ঝুঁকি হ্রাস করা সম্ভব হয়।

এনবিআরের বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মান অনুসরণ করে এসওসি পরিচালনা করছে। রোববার এনবিআরের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে এই নতুন এসওসির উদ্বোধন করেন।

এসওসির মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি ২৪ ঘণ্টা, ৭ দিন সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

Link copied!