কোমা থেকে ফিরলেন ড্যামিয়েন মার্টিন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৩০ পিএম

কোমা থেকে ফিরলেন ড্যামিয়েন মার্টিন

ছবি: সংগৃহীত

মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির পর অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ব্যাটার ড্যামিয়েন মার্টিনকে রাখা হয়েছিল কোমায়। তবে স্বস্তির খবর, তিনি এখন সজাগ। চিকিৎসকেরা জানিয়েছেন, পরিস্থিতি ইতিবাচক থাকলে শিগগিরই তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হবে।

গত সপ্তাহে অসুস্থ হয়ে গোল্ড কোস্টের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর মার্টিনকে কোমায় রাখা হয়েছিল। তবে গত ৪৮ ঘণ্টায় তার অবস্থায় আশ্চর্যজনক উন্নতি দেখা দিয়েছে। ৫৪ বছর বয়সী সাবেক এই ব্যাটার কোমা থেকে সজাগ হয়ে পরিবারসহ কথা বলেছেন।

মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, “গত দুই দিনে যা ঘটেছে তা অবিশ্বাস্য। তিনি কথা বলতে পারছেন এবং চিকিৎসায় দারুণভাবে সাড়া দিচ্ছেন। তার দ্রুত সুস্থ হওয়ার গতি পরিবারকে অলৌকিক মনে হচ্ছে।”

গিলক্রিস্ট আরও জানান, মার্টিন মানসিকভাবে ভালো আছেন এবং চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে তাকে শিগগিরই সাধারণ ওয়ার্ডে নেওয়া হতে পারে।

ক্রিকেট ক্যারিয়ারে মার্টিন অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২ থেকে ২০০৬ পর্যন্ত ৬৭টি টেস্টে ৪৬.৩৭ গড়ে ৪৪০৬ রান করেছেন, ২০৮ ওয়ানডেতে ৪০.৮০ গড়ে ৫৩৪৬ রান এবং ৪টি টি-টোয়েন্টিতে ১৬২.১৬ স্ট্রাইক রেটে ১২০ রান করেছেন। তিনি স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের অধীনে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং ১৯৯৯, ২০০৩ বিশ্বকাপ ও ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।

Link copied!