সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৪:০৭ পিএম

সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে

বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননার দায় নিতে হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ ও বেঞ্চ প্রদান না করার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। এই ধরনের সংবাদ জনগণের মধ্যে দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে এবং সুপ্রিম কোর্টের মর্যাদা ক্ষুণ্ণ করে।

রেজিস্ট্রার জেনারেল আরও উল্লেখ করেছেন, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তার মায়ের অসুস্থতার কারণে এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি থাকায় সাময়িকভাবে বিচারকার্যে অংশগ্রহণ করতে পারছেন না। এসব বিষয় গণমাধ্যমে প্রচারিত সংবাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

সেই কারণে, সকল গণমাধ্যমকর্মীদের জন্য নির্দেশনা জারি করা হয়েছে যে, সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের পূর্বে মিডিয়া ফোকাল পার্সন বা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সংবাদ যাচাই করতে হবে। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনানুগভাবে আদালত অবমাননার দায়ভার গ্রহণ করতে হবে।

Link copied!