১২ কেজির এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৬

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৪:১০ পিএম

১২ কেজির এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৬

ছবি: সংগৃহীত

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৩ টাকা বেড়ে এখন ১,৩০৬ টাকা হয়েছে। আগে দাম ছিল ১,২৫৩ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আজ রোববার এই নতুন দাম ঘোষণা করে। নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি কেজির অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ বেড়েছে ২ টাকা ৪৮ পয়সা।

ডিসেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে ১,২৫৩ টাকা এবং অটোগ্যাসের দাম এক টাকা ৭৪ পয়সা বৃদ্ধি পেয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

Link copied!