যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা; জামাইসহ দুইজন আটক

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৬:০৭ পিএম

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা; জামাইসহ দুইজন আটক

ছবি: সংগৃহীত

যশোরে চলন্ত মোটরসাইকেলে গুলি চালিয়ে বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যা মামলায় তার জামাই বাসেদ আলী পরশ ও আমিনুল ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিহতের স্ত্রী দুজনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন।

পুলিশ সুপার জানান, মূলত শ্বশুরের সম্পত্তি ও গাড়ি এবং মেয়ের ওপর দীর্ঘদিনের ক্ষোভ ও লোভের জের ধরেই হত্যার পরিকল্পনা করা হয়। এছাড়া আমিনুল ইসলাম সাগরের সঙ্গে আলমগীরের পূর্ব বিরোধও ঘটনার পেছনে প্রভাব ফেলেছে।

তবে কেউ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি; ভাড়াটে খুনি দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়। শনিবার সন্ধ্যায় আলমগীর মোটরসাইকেলে যাওয়ার পথে পেছন থেকে গুলিবিদ্ধ হন। পরে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযানে হামলায় যুক্ত সন্দেহভাজনদের আটক করে। অভিযান এখনও চলমান।

Link copied!