চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০২:৫৪ পিএম

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই

ছবি: সংগৃহীত

দেশের চলচ্চিত্রের স্বনামধন্য চিত্রগ্রাহক, চিত্রগ্রাহক সমিতির সভাপতি ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। আজ দুপুর ১২টায় রাজধানীর অ্যাপেলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। আব্দুল লতিফ বাচ্চুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, চলচ্চিত্রের নানা সংকট ও সমস্যার সমাধানে নেতৃত্ব দিয়েছেন আব্দুল লতিফ বাচ্চু। আমরা চলচ্চিত্রের একজন অভিভাবককে হারালাম।

খোরশেদ আলম খসরু আরও বলেন, আব্দুল লতিফ বাচ্চু একজন দক্ষ চিত্রগ্রাহকের পাশাপাশি সফল চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি ‘যাদুর বাঁশী’, ‘নতুন বউ’, ‘স্বামীর ঘর’সহ বেশ কয়েকটি যৌথ প্রযোজনার চলচ্চিত্র পরিচালনা করেন। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আব্দুল লতিফ বাচ্চু শুধু একজন চিত্রগ্রাহকই নন, তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, চিত্র পরিকল্পক ও আলোকচিত্র শিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেন। তার ক্যামেরার দৃষ্টিতে বাংলা চলচ্চিত্রের বহুমাত্রিক সৌন্দর্য ফুটে উঠেছে।

তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘হাতকড়া’ আজও দর্শক হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। বিশেষ করে আশির দশকে তার চিত্রগ্রহণের বৈচিত্র্য ও মুন্সিয়ানা চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করে নেয়। অসংখ্য সিনেমায় তার কাজ আজও চলচ্চিত্রবোদ্ধা ও তরুণ নির্মাতাদের কাছে প্রশংসিত।

Link copied!