জুলাই ৫, ২০২৫, ০৮:১৮ পিএম
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিন বাংলাদেশিকে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক রাখার নির্দেশ দেন, যা তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে রাখার সুযোগ দেয়।
দুপুরে ওই তিনজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তাধীন রয়েছে জানিয়ে তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে মালয়েশিয়া সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। বাংলাদেশে এখন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত ২৭ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
২৪ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত সেলাঙ্গর ও জোহর অঞ্চলে তিনটি ধাপে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ ধারা অনুযায়ী সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে।
অবশিষ্ট ৩১ জনের মধ্যে ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং বাকি ১৬ জন এখনো মালয়েশিয়ার পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
মালয়েশিয়ার পুলিশপ্রধান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সেখানকার কারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করতেন।
তারা সিরিয়া ও বাংলাদেশে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন, অন্যান্য বাংলাদেশি শ্রমিকদের জঙ্গি কার্যকলাপে জড়াতে উৎসাহিত করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে উগ্র মতাদর্শ প্রচার করতেন।
এই পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বাহরুর দায়রা আদালতে মামলা হয়েছে।