লক্ষ্মীপুরে পানিবন্দী মানুষের সংখ্যা ৬ লাখ

জাতীয় ডেস্ক

আগস্ট ২২, ২০২৪, ০৮:৩১ এএম

লক্ষ্মীপুরে পানিবন্দী মানুষের সংখ্যা  ৬ লাখ

ছবি: সংগৃহীত

অতি ভারী বৃষ্টির কারণে লক্ষ্মীপুরের ৫ উপজেলার বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। এর ফলে জেলার ৬ লাখ লোক জলাবদ্ধতার সম্মুখীন হয়েছেন। এ-অবস্থায় পানি নেমে যাওয়ার জন্য জেলার ছোট-বড় সবগুলো স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির প্রভাবে পানি নামতে না পারায় বাড়ির উঠান, মাঠ-ঘাট, পুকুর, জলাশয়, ফসলি জমিতে, এমনকি কারও কারও ঘরেও পানি ঢুকেছে। জেলা প্রশাসন কার্যালয়ের হিসাব অনুযায়ী জেলায় ৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। তবে এখনও কেউ কোনও আশ্রয়কেন্দ্রে ওঠেননি। জেলায় ১৮৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।

এদিকে বৃষ্টির পানি যাতে মেঘনা নদীতে নেমে যেতে পারে তাই জেলার ছোট-বড় সবগুলো স্লুইস গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বিষয়টি জানিয়ে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান বলেন, “জলবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরের সবগুলো স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। মেঘনা নদীতে ভাটা পড়ার সময় স্লুইস গেট দিয়ে খালের পানি নদীতে নেমে যাচ্ছে। নদীতে জোয়ারের পানির উচ্চতা বাড়লে গেট বন্ধ করে দেওয়া হবে।”

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, “বিভিন্ন খালে প্রতিবন্ধকতা থাকায় বৃষ্টির পানি ঠিকমতো নামতে পারছে না। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জেলার ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের উপস্থিতিতে স্থানীয়রা খালের অবৈধ বাঁধ অপসারণ করছে। দুর্গত এলাকায় অসহায়দের মাঝে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।”

Link copied!