নভেম্বর ৩০, ২০২৩, ১২:০৩ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আজ বৃহস্পতিবার। বিকাল ৪টার মধ্যে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার কথা থাকলেও এক ঘন্টা বর্ধিত করে তা ৫টা করা হয়।
সরেজমিনে দেখা যায়, মনোনয়ন দাখিল কার্যক্রম চলছে সন্ধ্যা পর্যন্ত। বিকেল ৫ টা ৪০ পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে আসছেন প্রত্যাশীরা।
এরমধ্যে নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিচে ভিড় করতে দেখা গেছে বেশ কয়েকজন মনোনয়নের দাখিলকারী প্রার্থীর। অনেকেই ক্ষোভ ঝাড়ছেন সময় কেন বাড়ালো হলো না এই বিষয়ে মানববন্ধন করার হুঁশিয়ারি দিচ্ছেন তারা।
এদিকে রিপোর্টটি লেখা পর্যন্ত এখনো অপেক্ষমাণ অনেক প্রার্থী পুলিশি বাধায় ভেতরে ঢুকতে না পারলেও যারা ঢুকেছেন তাদের সারিও বেশ দীর্ঘ।
১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।
এর আগে গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই অনুযায়ী আগামী ৭ জানুয়ারি (রবিবার) ভোটগ্রহণ করা হবে।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর।
আগামী ১৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত (ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত) নির্বাচনী প্রচারণা চালানো যাবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রের অধীনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।