দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে আখেরি মোনাজাত শেষ হয় ৯টা ২২ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা যোবায়ের।
এর আগে শনিবার রাত থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে ইজতেমা প্রাঙ্গণে আসতে থাকেন মুসল্লিরা।
ঢাকার বিমানবন্দর রোড, আব্দুল্লাহপুর, উত্তরা, টঙ্গী স্টেশন রোড এলাকার সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন বাসা-বাড়ির ছাদেও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। নিজের ও দেশবাসীর কল্যাণকামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
এর আগে আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া রোড হয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড পর্যন্ত সড়ক, আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত এবং মিরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল।
এবারের ইজতেমায় ৭২টি দেশ থেকে বিদেশি মেহমান এসেছেন বলে জানা গেছে। এর মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান ও যুক্তরাজ্য অন্যতম।
দ্বিতীয় পর্বের ইজতেমা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি শেষ হবে। ওই পর্বে অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।