সফলভাবে প্রথমবার দেশে এল রূপপুরের জন্য ইউরেনিয়াম

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০৭:০৩ পিএম

সফলভাবে প্রথমবার দেশে এল রূপপুরের জন্য ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

দেশের প্রথমবারের মতো এসেছে নিউক্লিয়ার ফুয়েল বা পারমাণবিক জ্বালানি। রূপপুর পরামাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান সফলভাবে দেশে পৌঁছেছে।

নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম আসার বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক শৌকত আকবর।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি বিশেষ উড়োজাহাজে বিকেলে ঢাকায় পৌঁছায়। তা সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে।

আগামী মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশের কাছে ওই জ্বালানি রাশিয়া হস্তান্তর করবে বলে আশা করছেন কর্মকর্তারা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জ্বালানি যে এ মাসে দেশে আসবে, তা আগেই জানিয়েছিলেন নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। গত জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানিয়েছিলেন।

পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে রাশিয়ার সহায়তায়। এ প্রকল্প বাস্তবায়নে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন।

Link copied!