অটিস্টিক শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২২, ১১:৫০ এএম

অটিস্টিক শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

অটিস্টিক শিশুরা সাধারণ শিশুদের থেকে একটু ব্যতিক্রম হয়ে থাকে উল্লেখ করে তাদের যথেষ্ঠ চিকিৎসা সেবা দেওয়াসহ সুষ্ঠু পরিচর্যা করতে সংশ্লিষ্ট ও অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে বলেও তিনি জানান।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ওই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, “অটিজমে আক্রান্ত শিশুদের অনেকের মাঝে সুপ্ত প্রতিভা থাকে, সে প্রতিভাগুলো বিকাশের সুযোগ করে দিতে হবে। কারণ  এদের প্রত্যেকেরই কোনো না কোনো একটা প্রতিভা থাকে। আমরা আজকে স্টিভেন হকিং বা আইনস্টাইনসহ যাদের কথা বলি তাদের প্রত্যেকের মাঝে কিন্তু এ ধরণের অটিজম সমস্যা ছিল। কিন্তু তারাই সমাজে এমন কিছু দিয়ে গেছে যে কেউ কোনোদিন  চিন্তাই করতে পারিনি তাদের ওই ধরণের সমস্যা ছিল।”

অটিস্টিক শিশুদের সাধারণ শিশুদের সাথে মেলামেলা করতে দেওয়ার পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, “ আমি মনে করি যেসমস্ত শিশুদের মধ্যে অটিজমের লক্ষণ একটু কম দেখা যায় বা যারা সাধারণ শিশুদের সঙ্গে মিশতে পারে, তাদেরকে সাধারণ স্কুলে ছোট ছেলেমেয়েদের সাথে যদি একসাথে মানুষ করা যায় এবং বড় করা যায়, সবার সাথে,  বন্ধু-বান্ধবীদের সাথে থেকে থেকে তারা কিন্তু নিজের থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠে। কারণ তারা একসাথে থেকে ঝগড়া করুক, বন্ধুত্ব করুক বা মারামারি করুক-যাই করুক তার মধ্য দিয়েই কিন্তু তাদের একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে। “

অটিস্টিক শিশুদের পরিবারের উদ্দেশ্যে সরকারপ্রধান বলেন, “আমি মনে করি, পারিবারিকভাবে একটি অটিস্টিক শিশু ও সাধারণ শিশু যদি একসাথে বড় হয় তাহলে ধীরে ধীরে ওই অটিস্টিক শিশুটি অনেকটা ভাল হয়ে যায়। সে বিষয়টা সবাইকে ভালভাবে চিন্তা করতে হবে।”

Link copied!