আওয়ামী লীগের প্রস্তাবনায় থাকতে পারেন যারা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২২, ০১:০৩ পিএম

আওয়ামী লীগের প্রস্তাবনায় থাকতে পারেন যারা

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির আহবানে সাড়া দিয়ে নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তাবনা পাঠাতে দৌঁড়ঝাপ শুরু করেছে। আওয়ামী লীগও সার্চ কমিটিতে পাঠাতে নামের প্রস্তাবনা তৈরিতে কাজ করছে।  

সার্চ কমিটির আহবানে এখন পর্যন্ত কোনো নিবন্ধিত রাজনৈতিক দল প্রস্তাবনা না পাঠালেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার হিসেবে দলের প্রস্তাবনায় কারা থাকছেন তা নিয়ে দলের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। ১০ জনের নামের তালিকা ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম সভাপতিমণ্ডলীর বৈঠকও করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সভাপতি চাইছেন, সার্চ কমিটিতে পাঠানো দলের প্রস্তাবনায় থাকবে ক্লিন ইমেজ, বিতর্কমুক্ত ও দলীয় পরিচয় নেই এমন ব্যক্তিদের নাম। আর এ কারণে ওই বৈঠকে সভাপতিমণ্ডলীর প্রত্যেক সদস্যকে ৫ জনের নাম তার কাছে পাঠাতে বলেন দলের প্রধান শেখ হাসিনা। দলীয় প্রধানের আহবানে সভাপতিমণ্ডলীর প্রত্যেক সদস্য পাঁচ জনের নাম পাঠান। এসব নাম থেকে ১০ জনের একটি তালিকা তৈরি করা হবে বলে জানা গেছে।

নাম জানানো যাবে না শর্তে সভাপতিমণ্ডলীর এক সদস্য দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার কারা হতে পারেন এমন যোগ্যতাসম্পন্ন পছন্দের ব্যক্তিদের নাম চেয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত প্রত্যেক সদস্য পাঁচজনের নাম প্রস্তাব করেন দলীয় সভাপতির কথা মতো।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক প্রভাবশালী নেতা বলেন, “আওয়ামী লীগ সভাপতির কাছে যাওয়া নামগুলোর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে উঠে আসে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নাম। তিনি বর্তমানে বিশ্ব ব্যাংকে প্রকল্প নির্বাহী হিসেবে কর্মরত রয়েছেন। সিইসি হিসেবে অপরজন হচ্ছেন নির্বাচন কমিশনের সাবেক সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। আরও উঠে এসেছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুঁইয়া, সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের নাম।” তবে দলীয় প্রধানের কাছে যাওয়া এসব ব্যক্তিদের নিয়ে সভাপতিমণ্ডলীর সভায় কোনো আলোচনা হয়নি বলেও তিনি জানান।

আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নবগঠিত সার্চ কমিটি সিইসি ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। এ সুপারিশ পেশ করতে হবে ১৫ কার্যদিবসের মধ্যে। তাই নির্বাচন কমিশন গঠনের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা চেয়েছে সার্চ কমিটি।

সার্চ কমিটি বলছে, রাজনৈতিক দলগুলো অনধিক ১০ জনের নাম প্রস্তাব পাঠাতে পারবে। পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলে (gfp_sec@cabinet.gov.bd) পাঠাতে হবে।

Link copied!