ইসিকে ৭দিন সময় দিলাম, তারপর ফাইনাল খেলা হবে: নুরুল হক নুর

ক্যারিয়ার ডেস্ক

জুলাই ২৫, ২০২৩, ০৪:৪৪ পিএম

ইসিকে ৭দিন সময় দিলাম, তারপর ফাইনাল খেলা হবে: নুরুল হক নুর

সংগৃহীত ছীব

গণঅধিকার পরিষদকে নতুন রাজনৈতিক দল হিসেবে অনুমোদন না দেওয়ায় এর প্রতিবাদে দলটির পক্ষ থেকে ডাকা নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে। এসময় পরিষদের একাংশের নেতা নুরুল হক নুর ইসিকে উদ্দেশ্য করে বলেন, ৭দিন সময় দিলাম। এ সময়ের মধ্যে ইসি যদি গণঅধিকার পরিষদের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তাহলে ফাইনাল খেলা হবে

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পল্টনে প্রতম-জামান টাওয়ারের সামনে থেকে নুরুল হক নুরুর নেতৃত্বে গণঅধিকার পরিষদ মিছিল করে। মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্ট-কদমফোয়ারা-মৎস্য ভবন ও শাহবাগ হয়ে পৌনে ২টায় বাংলামোটরে পৌঁছার পর পুলিশের বাধার মুখে পড়ে।

এক পর্যায়ে পুলিশের বাধার মুখে সড়কে বসে পড়েন মিছিলকারীরা। তারা সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এ সময় মিছিলের পেছনে যানবাহনগুলো সড়কে আটকে যায়। ফলে শাহবাগ পর্যন্ত দেখা দেয় যানজট।

এসময় গণঅধিকার পরিষদের নেতারা জানান, নতুন দলের অনুমোদন পাওয়ার নির্বাচন কমিশনের সব আইন মেনে আবেদন করেছিলাম। তবে কী কারণে বাদ পড়লো তা নির্বাচন কমিশন এখনও জানায়নি। সরকারের ইশারায় নির্বাচন কমিশন গণঅধিকার পরিষদকে নতুন দলের তালিকা  থেকে বাদ দিয়েছে বলেও তারা অভিযোগ করেন।

বাংলামোটর মোড়ে অবস্থান নিয়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। আগামী সাতদিনের মধ্যে দলের কার্যালয় খুলে দিতে হবে। না হলে আমরা নতুন কর্মসূচি দেব। নির্বাচন কমিশনকে সাতদিনের সময় দিলাম। এ সময়ের মধ্যে ইসি যদি গণঅধিকার পরিষদের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তাহলে ফাইনাল খেলা হবে

পুলিশকে উদ্দেশ্য করে নুর বলেন, “জনগণের টাকায় আপনাদের বেতন হয়, আওয়ামী লীগের টাকায় নয়। তাই এখনও সময় আছে জনগণের কাতারে আসুন। এই সরকারের সময় শেষ। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে। প্রাথমিকভাবে বিরোধী দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি দেবে। পুলিশ যদি কর্মসূচিতে বাধা দেয় কিংবা হামলা করে তাহলে নেতাকর্মীরাও যা করার তাই করবে।”

নুর আরও বলেন, “গণঅধিকার পরিষদের নতুন কার্যালয় কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে কার্যালয় কেনার জন্য ৭৩ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আমরা এক থেকে দেড় কোটি টাকা ব্যয়ে নতুন কার্যালয় কিনব।”

প্রসঙ্গত, দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গণঅধিকার পরিষদ নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে তাদের আবেদন গৃহীত হয়নি। অথচ বাংলাদেশ সুপ্রিম পাটি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নামে নামসর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সক্রিয় দলগুলোকে বাদ রেখে এসব ভূইফোঁড় দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করার প্রতিবাদে ইসি ঘেরাও কর্মসূচির ডাক দেয় গণঅধিকার পরিষদ।

Link copied!