মার্চ ৭, ২০২৩, ০৫:১২ পিএম
আজ ঐতিহাসিক ৭ ই মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় অন্যদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামরুন নাহার,গভর্নিং বডির সদস্য আনেয়ার কবির ভূঁইয়া পুলক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
মার্কিন গণমাধ্যম নিউজউইক তার ১৯৭১ সালের ৭ এপ্রিল সংখ্যায় ভাষণটির জন্য বঙ্গবন্ধুকে পোয়েট অব পলিটিক্স (রাজনীতির কবি) আখ্যায়িত করে।