গণতন্ত্র মঞ্চ ছাড়ার ঘোষণা দিল গণঅধিকার পরিষদ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৩, ০২:২১ পিএম

গণতন্ত্র মঞ্চ ছাড়ার ঘোষণা দিল গণঅধিকার পরিষদ

‘গণতন্ত্র পুনরুদ্ধার’, খালেদা জিয়ার মুক্তি, কারাগারে থাকা দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বিএনপির আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ।

গতকাল শনিবার (৬ মে) রাতে দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠকে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আজ(শনিবার) আমাদের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে আমরা গণতন্ত্র মঞ্চের সঙ্গে থাকব না। তবে, চলমান যুগপৎ আন্দোলনে স্বতন্ত্রভাবে কর্মসূচি পালন করব।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দলের দপ্তর সমন্বয়ক ও যুগ্ম-আহ্বায়ক শাকিল উজ্জামানের সই করা প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর সভাপতিত্ব করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় ভোটারবিহীন সিটি কর্পোরেশন নির্বাচনের নামে রাষ্ট্রের অর্থ খরচ করে প্রহসনের নির্বাচন জনগণকে বর্জনের আহ্বান জানানো হয়। একই সাথে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সে লক্ষ্যে শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সাথে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণঅধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সকল দলের সাথে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ১২ মে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রসঙ্গত, আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র মঞ্চ নামে একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করে গত বছরের আগস্টে। সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এ জোটের নেতৃত্বে রয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যে মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াসহ অনেকে।

তবে সম্প্রতি গণ অধিকার পরিষদ নিয়ে অন্যদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। জোট নেতারা বলছেন, রেজা কিবরিয়া ও নুরের মধ্যকার দ্বন্দ্বের প্রভাব গণতন্ত্র মঞ্চেও পড়ছে। সর্বশেষ জোটের কয়েকটি প্রোগ্রামে অংশ নেননি নুর ও তার অনুসারীরা। এত দিন দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আনতে চায়নি কোনো পক্ষ।

Link copied!