চার বছর পর মুন্সীগঞ্জ-গজারিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৯, ২০২২, ০৬:৩৩ পিএম

চার বছর পর মুন্সীগঞ্জ-গজারিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

চারবছর পর মেঘনা নদীর মুন্সিগঞ্জ-গজারিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে আবারও চালু হয়েছে ফেরি সার্ভিস। বুধবার (৯ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস গজারিয়া কাজিপুরা ফেরিঘাট এলাকায় এই ফেরি সার্ভিসের উদ্ধোধন করেন।

এদিন দুপুর ১২টায় ফেরি 'স্বর্ণ চাপা' গজারিয়ার কাজীপুরা ঘাট থেকে রওয়ানা দিয়ে ২০ মিনিটে মুন্সীগঞ্জের চরকিশোরীগঞ্জ প্রান্তে পৌঁছায়। প্রথম ট্রিপে ফেরিতে চারটি যান পারপার করা হয়।

ফেরি সার্ভিস চালু হওয়ায় গজারিয়া থেকে মুন্সিগঞ্জ জেলা সদরে আসা-যাওয়ায় নদীপথে দুর্ভোগ লাগব হবে। পাশাপাশি পদ্মা সেতু থেকে মুন্সিগঞ্জ হয়ে সহজেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল করতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পরিচালক (প্রশাসন) মো. রাশেদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বর্তমানে তিনটি ফেরি দিয়ে পারাপার করা হলেও ভবিষ্যতে সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে। এই রুট চালু হওয়ার ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাথে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের দূরত্ব কমবে।’  

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর মধ্যে মুন্সীগঞ্জ-গজারিয়া রুটে ফেরির ভাড়া নির্ধারণ করা হয়েছে। মাঝারি ট্রাক টাক ৭০০ টাকা, মিনিট্রাক ৪৯০ টাকা, প্রাইভেটকার ৩৫০ টাকা, মাইক্রোবাস ৪২০ টাকা, জিপগাড়ি ৪০০ টাকা, বড় বাস ১২০০ টাকা, মিনিবাস ৮১০ টাকা, মোটরসাইকেল ৬০ টাকা ও যাত্রীপ্রতি ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ জুন মুন্সীগঞ্জ-গজারিয়া নৌরুটে ফেরি উদ্ধোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দুইপাড়ের যাতায়াতের সড়কের বেহাল দশা, যানবাহন সংকটসহ নানা প্রতিকূলতার মুখে কয়েক মাস না যেতেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আর সরিয়ে নেওয়া হয় ঘাটের পন্টুন।

Link copied!