দেশে নতুন চায়না টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২১, ০৩:২৭ পিএম

দেশে নতুন চায়না টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি

দেশে চীনের ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্স এর উদ্ভাবিত করোনার নতুন একটি টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। সংক্ষেপে একে আইএমবি ক্যাম্পস বলা হচ্ছে।

বুধবার (২৩ জুন) বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসি ১৮ বছর বা তার বেশি বয়সীদের দেহে টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে।

দেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ বা ক্লিনিকাল ট্রায়াল পরিচালনার কাজ করছে আইসিডিডিআর,বি। ইতোমধ্যে আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. ফেরদৌসী কাদরীকে চীনের এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের সাময়িক অনুমোদন দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. মো. রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, আইসিডিডিআর,বি এই টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রটোকল জমা দিয়েছিল। সে অনুযায়ী তাদের অনুমতি দেওয়া হয়েছে।

 “আমাদের ন্যাশনাল ইথিকস কমিটি তাদের আবেদন যাচাই-বাছাই করেছে। টিকার তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য তাদেরকে অনুমোদন দেওয়া হযেছে।”

গত ১৬ জুন বিএমআরসি জানিয়েছিল, বাংলাদেশের বঙ্গভ্যাক্স এবং চীন ও ভারতের আরও দুটি টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি দেওয়ার আগে গ্লোব বায়োটেককে কিছু শর্ত দেওয়ার কথা জানিয়েছিল বিএমআরসি।

পরীক্ষামূলক প্রয়োগের ধাপ পেরিয়ে স্বীকৃতি পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড, রাশিয়ার টিকা স্পুৎনিক ভি, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা, যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেকের টিকা এবং জনসনের টিকা ইতোমধ্যে বাংলাদেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে।

Link copied!