দেশে ৩ কোটি ৮০ লাখ মেয়েশিশু বাল্যবিয়ের শিকার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ১০:৩০ পিএম

দেশে ৩ কোটি  ৮০ লাখ  মেয়েশিশু বাল্যবিয়ের  শিকার

দেশে বাল্যবিবাহের বিরুদ্ধে শক্ত আইন থাকা সত্ত্বেও ২০২০ সাল পর্যন্ত ৩ কোটি ৮০ লাখ মেয়েশিশু বাল্যবিয়ের শিকার হয়েছে। এসব মেয়েরা ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের পিড়িতে বসেছেন। দেশে তরুণীদের ৫১ শতাংশ তাদের ১৮তম জন্মদিনের আগেই বিয়ে করে ফেলেন।

বাংলাদেশের বাল্যবিবাহ পরিস্থিতি নিয়ে ইউনিসেফের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসছে। গত বছরের অক্টোবরে এ গবেষণাটির ফল জানা যায়।

গবেষণায় বলা হয়, তিন কোটি ৮০ লাখ মেয়ের মধ্যে ১৩ শতাংশ তাদের ১৫তম জন্মদিনের আগেই বিয়ে করতে বাধ্য হন। বাল্যবিবাহের ঘটনাগুলো গ্রামে বেশি ঘটে। অপেক্ষকৃত দরিদ্র পরিবারে বাল্যবিবাহের ঘটনা বেশি দেখা যায়। তাদের শিক্ষা মাধ্যমিকের গণ্ডি অতিক্রম করেনা।

গবেষণায় আরও বলা হয়েছে, এসব বাল্যবধূদের মধ্যে ৫০ শতাংশ ১৮ বছরের আগে সন্তান জন্ম দেন। ৮০ শতাংশ ২০ বছরের আগে সন্তান জন্ম দেন। এছাড়া ১৮ বছরের কম বয়সী বাল্যবধূদের অনেকে স্বামী কর্তৃক নির্যাতনকে সঠিক মনে করেন। তবে ২০ বছরের বেশি বয়সীরা তা মনে করেন না। উল্লেখ্য, ১৯৭০ সালে ১৮ বছর বয়স বা তার নিচে বিয়ের হার ছিল ৯০ শতাংশ। তবে এখন সেই হার মাত্র ৫০ শতাংশ।

Link copied!