নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নেবে সার্চ কমিটি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৭:৫৮ পিএম

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নেবে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে জন্য গঠিত অনুসন্ধান কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকে ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া সার্চ কমিটি আসছে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তাদের পরবর্তী বৈঠক করবেন।

রবিবার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। এ ছাড়া কমিটি আগামী মঙ্গলবার নিজেরা একটি বৈঠক করবে।”

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, “ এর পরের সপ্তাহের শনি ও রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আরও দুটি বৈঠক করবে সার্চ কমিটি। ওই দুই বৈঠকে সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের মতামতও নেওয়া হবে।”

এর আগে, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রথম বৈঠক করে সার্চ কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। বৈঠকে সাচিবিক দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রসঙ্গত, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হেচ্ছে। আইন অনুযায়ী, অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম জমা দেবে।

অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। এ ১০ জনের মধ্য থেকে সিইসিসহ পাঁচজনকে দিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি। দেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে।

Link copied!