বিআইডব্লিউটিসির সাবেক জিএম শওকতকে আত্মসমর্পণের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২২, ০৯:৩৩ পিএম

বিআইডব্লিউটিসির সাবেক জিএম শওকতকে আত্মসমর্পণের নির্দেশ

ক্রয়ে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সাবেক মহাব্যবস্থাপক(জিএম) ক্যাপ্টেন (অব.) শওকত সরদারকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ক্যাপ্টেন শওকতের আগাম জামিন খারিজ করে দিয়ে ওই নির্দেশ দেন।

মামলায় শওকত সরদারের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন  আইনজীবী জে কে পাল। অপরদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

ফেরির ফগ লাইট কেনায় অনিয়মের অভিযোগে শওকত সরদারের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় আগাম জামিন পেতে আবেদন করেন তিনি। তবে হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে দেন।

রায়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, “দেশের উন্নয়নে দুর্নীতি বাঁধা হয়ে দাঁড়িয়েছে, এভাবে চলতে পারে না। এ আসামিকে এখনি জেলে পাঠানো উচিৎ। কিন্তু আইনজীবীদের প্রতি সম্মান দেখিয়ে পাঠালাম না।’ পরে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দেন তিনি।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ গত ৫ জানুয়ারি ফেরির ফগ লাইট কেনায় অনিয়মের অভিযোগে বিআইডব্লিউটিসির পরিচালক ও মহাব্যবস্থাপকসহ সাত কর্মকর্তার নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলার তথ্য জানান।

এ মামলার অন্য আসামিরা  হলেন-বিআইডব্লিউটিসির সাবেক চেয়ারম্যান ও পরিচালক (কারিগরি) ড. জ্ঞান রঞ্জন শীল, জিএম ক্যাপ্টেন (অব.) শওকত সরদার, মো. নুরুল হুদা, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি পঙ্কজ কুমার পাল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সাবেক মহাব্যবস্থাপক (কারিগরি) ইঞ্জিনিয়ার মো. রহমত উল্লা, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) কারিগরি বিভাগের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন এবং মেসার্স জনি করপোরেশনের স্বত্বাধিকারী ওমর আলী।

Link copied!