ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২১, ০৩:৫৮ পিএম

ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং আর নেই

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।  

গত শুক্রবার (১৬ জুলাই) রুমানিয়ার একটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় তিনি মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (১৯ জুলাই) সাইমন ড্রিংয়ের আত্মীয় ক্রিস বার্লাস তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে ক্রিস বার্লাস জানান, গত এক বছরের বেশি সময় ধরে সায়মনের স্বাস্থ্যের অবস্থা ভালো যাচ্ছিল না। গত  কিছুদিন ধরে তিনি হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন, সে কারণেই রোমানিয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।সেখানে অস্ত্রোপচারের সময় তার হার্ট অ্যাটাক হয়। ডাক্তাররা তাকে আর বাঁচাতে পারেননি।

১৯৪৫ সালের ১১ জানুয়ারি ব্রিটেনের নরফোকে জন্মগ্রহণ করেন সায়মন ড্রিং। মাত্র ১৮ বছর বয়সে জড়িয়ে পড়েন সাংবাদিকতায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভিয়েতনাম, ইরাক-ইরান, আফগানিস্তানসহ ২২টি যুদ্ধ, বিপ্লব আর অভ্যুত্থান দেখেছেন বিশ্বের এই নামকরা ওয়ার করসপন্ডেন্ট। 

যুদ্ধক্ষেত্র থেকে সংবাদ পাঠানোর সময় একাধিকবার আহত হয়েছেন।তিনি কাজ করেছেন রয়টার্স, টেলিগ্রাফ ও বিবিস‘র মতো বিশ্বখ্যাত বার্তা সংস্থায় বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে।

সায়মন ড্রিংয়ের হাত ধরেই বাংলাদেশে আসে প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল টেলিভিশন স্টেশন একুশে টেলিভিশন (ইটিভি)। এই টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরুর সময় সাইমন ড্রিংয়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে সায়মন ড্রিংয়ের হাত ধরেই এ দেশে টেলিভিশন সাংবাদিকতা নতুন মাত্রা পায়।

একাত্তরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোয় এই ব্রিটিশ সাংবাদিককে ২০১২ সালে মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ সরকার।

Link copied!