রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নকল ওষুধ প্রস্তুতের সাথে জড়িত সাত জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম, সৈয়দ আল মামুন, সাইদুল ইসলাম, মনোয়ার, আবদুল লতিফ, নাজমুল ঢালী ও সাগর আহমেদ মিলন।
তাদের কাছ থেকে নকল ওষুধ তৈরির মেশিন, ডায়াস ও খালি বাক্স পাওয়া গেছে। ওষুধের প্যাকেটের সিকিউরিটি হলোগ্রামও নকল করছে চক্রটি।
নকল ওষুধ প্যাকেজিংয়ের পর প্রতারকেরা কয়েকটি গ্রুপের মাধ্যমে সারা দেশের প্রত্যন্ত এলাকায় বাজারজাত করা হতো বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
হাফিজ আক্তার বলেন, “চক্রের সদস্যরা ক্যানসারেরসহ বাজারে বহুল বিক্রীত ওষুধ নকল করতেন। ঢাকার কাজলায় তাদের কারখানা রয়েছে। কুমিল্লা, বগুড়া ও পিরোজপুরেও নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানেও অভিযান চালানো হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন আহমেদ বলেন, “কোম্পানিগুলো যেসব নীতিমালা ও প্রক্রিয়া মেনে ওষুধ তৈরি করে, নকল ওষুধ প্রস্তুতকারীরা এর কিছুই অনুসরণ করেন না। এসব ওষুধ সেবনে কিডনি, লিভার ও হৃদ্যন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে। এগুলো মাদকের চেয়েও ক্ষতিকর।”