রাজধানীতে স্বস্তির বৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২১, ০৫:৪৫ পিএম

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

টানা দাবদাহের পর রাজধানীতে মঙ্গলবার বিকেলে বৃষ্টির দেখা মিলেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। সন্ধ্যার আগে রাজধানীতে কোনো কোনো এলাকায় মানুষকে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষকে বৃষ্টির ছবি পোস্ট করতে দেখা গেছে। 

কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে। এতে গরমও কমে এসেছে। এদিকে টানা তাপপ্রবাহের পর ঈদুর ফিতরে থেমে থেমে বৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। এদিকে শনিবারের পর মঙ্গলবার সকাল পর্যন্ত রোদের প্রচণ্ড তাপমাত্রা ছিল। অসহ্য গরম অনুভূত হয়েছে রাজধানীতে। 

এ বছর বৈশাখের শুরুটা বৃষ্টিহীন যাচ্ছিল। গত মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে কয়েক দফা তাপপ্রবাহ বইছে। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে। বিভিন্ন বাসার মানুষকে ভিজতে দেখা গেছে।

Link copied!