শান্তিরক্ষা কার্যক্রমকে শক্তিশালী করতে জোর দিব: রাবাব ফাতিমা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২২, ১১:২০ পিএম

শান্তিরক্ষা কার্যক্রমকে শক্তিশালী করতে জোর দিব: রাবাব ফাতিমা

উন্নয়ন ও শান্তি বিনির্মাণের ক্ষেত্রে কোভিড মহামারি যে প্রভাব ফেলেছে তা প্রশমিত করতে আমরা বৈশ্বিক সংহতি এগিয়ে নিতে বিশেষ মনোযোগ দেব বলে জানিয়েছেন জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনি বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরফতরে গতকাল মঙ্গলবার পিবিসির চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচন হয়। চলতি বছরের জন্য এই নির্বাচনে রাষ্ট্রদূত ফাতিমা সর্বসম্মতভাবে পিবিসির প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সংঘাতপূর্ণ দেশ বা অঞ্চলে শান্তিবিনির্মাণ সক্ষমতাসমূহের উন্নয়নে শান্তিরক্ষীগণ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং শান্তিবিনির্মাণ কাজে যুক্ত অন্যান্য অংশীজনকে সংঘাতের মূল কারণগুলো মোকাবিলায় যেভাবে সহায়তা করছে তা স্মরণ করেন রাষ্ট্রদূত ফাতিমা। এ প্রেক্ষিতে তিনি শান্তিরক্ষা এবং শান্তি বিনির্মাণ কার্যক্রমের আন্তঃসম্পর্ককে শক্তিশালী করার ওপর জোর দেন।

পিসবিল্ডিং কমিশন (পিবিসি) জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের একটি আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা। এই সংস্থা সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি বিনির্মাণের জন্য কাজ করে, যাতে সংঘাতের পুনরাবৃত্তি রোধ এবং অন্তর্ভূক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।

২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) থেকে নির্বাচিত সদস্যসহ ৩১ জন সদস্যের সমন্বয়ে পিবিসি। জাতিসংঘে শীর্ষ অর্থ প্রদানকারী ও শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোও কমিশনের সদস্য। বাংলাদেশ প্রতিষ্ঠানকাল থেকেই পিবিসির সদস্য। এর আগে ২০১২ সালে বাংলাদেশ পিবিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। 

শান্তিরক্ষীগণ যে সকল দেশে নিয়োজিত সেই দেশসমূহের উন্নয়নে তারা যে অবদান রেখে চলেছে, শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সবসময়ই তা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।

জাতিসংঘে প্রেসিডেন্ট ইউএন উইমেন এক্সিকিউটিভ বোর্ড; সহ-সভাপতি, ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদ, কো-চেয়ার, এলডিসি-৫ প্রস্তুতিমূলক কমিটি, প্রেসিডন্ট ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ড এবং ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএস-এর ভাইস প্রেসিডন্ট হিসেবে বর্তমানে বাংলাদেশ দায়িত্ব পালন করছে।

Link copied!