সনাতন ধর্মাবলম্বী বিধবা স্বামীর সম্পত্তির ভাগ পাবেন: হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ১০:৪১ পিএম

সনাতন ধর্মাবলম্বী বিধবা স্বামীর সম্পত্তির ভাগ পাবেন: হাইকোর্ট

দেশের সনাতন ধর্মাবলম্বী বিধবারা তাদের স্বামীর বসতভিটাসহ সব সম্পত্তিতেই ভাগ পাবেন। এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। এ ক্ষেত্রে ১৯৩৭ সালের হিন্দু উইমেন্স রাইটস টু প্রোপার্টি অ্যাক্ট বাংলাদেশেও প্রযোজ্য হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

২০২০ সালের ২ সেপ্টেম্বর খুলনার হিন্দু পরিবারের সম্পত্তি নিয়ে করা এক আবেদনের (রিভিশন) শুনানি শেষে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

হাইকোর্টের রায় প্রকাশের বিষয়টি মঙ্গলবার (১২ অক্টোবর) গণমাধ্যমে নিশ্চিত করেছেন ব্যারিস্টার সৈয়দ নাফিউল ইসলাম। তিনি বলেন, বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ২২ পৃষ্ঠার এ রায় প্রকাশ হয়েছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ি, নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারীনীতিতেও বলা হয়েছে সমান অধিকারের কথা। কিন্তু সম্পত্তিতে এ দেশের সনাতন ধর্মাবলম্বী  নারীর উত্তরাধিকার প্রতিষ্ঠা পায়নি এতকাল।মঙ্গলবার এ রায়ের ফলে সনাতন ধর্মাবলম্বী নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আদালত তার রায়ে বলেছেন, আইনে কোনো সুনির্দিষ্ট সম্পত্তির কথা নেই। ‘সম্পত্তি’ শব্দের অর্থ সব সম্পত্তি যেখানে স্থাবর বা অস্থাবর, বসতভিটা, কৃষিভূমি, নগদ টাকা বা অন্য কোনো ধরনের সম্পত্তি। কৃষিজমি ও বসতভিটার মধ্যে পার্থক্য করার সুযোগ নেই এবং এ ধরনের সম্পত্তি বিধবার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়।

উল্লেখ্য, বিধবা বৌদি, স্বামীর কৃষিজমি পাওয়ার অধিকার রাখে না- এমন দাবি করে ১৯৯৬ সালে খুলনা কোর্টে মামলা করেন দেবর জ্যেতিন্দ্রনাথ মণ্ডল। এতে নিম্ন আদালত বলেন, বিধবারা স্বামীর অকৃষি জমির অধিকার রাখলেও কৃষিজমির ক্ষেত্রে রাখেন না। আপিল করার পর জেলা জজ দিলেন ভিন্নমত। রায়ে বলা হলো, বিধবারাও স্বামীর কৃষিজমির অংশীদার হবেন।

বিষয়টি তখন গড়ায় উচ্চ আদালতে। ১৯৩৭ সালে হিন্দু বিধবা সম্পত্তি আইনে, স্বামীর অকৃষি জমির অধিকার দেওয়া হলেও কৃষিজমি থেকে বঞ্চিত করা হয় বিধবাদের। বাংলাদেশ স্বাধীন হলেও, সেই আইনটিই হুবহু চালু রাখা হয়। আইনটি নিয়ে দুই পক্ষের দীর্ঘ শুনানি শেষে অ্যামিকাস কিউরির মত নেন হাইকোর্ট। পরে রায়ে জানান, হিন্দু বিধবা নারীরা অকৃষি জমির মতো স্বামীর কৃষিজমিরও মালিক হবেন।

Link copied!