চলমান ৩০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন মৌলভীবাজারে চা-বাগানের শ্রমিকরা। তবে এ সমস্যা সমাধানের জন্য শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপপরিচালকের সঙ্গে চা-শ্রমিকদের বৈঠক চলছে। ১৫তম দিনেও তাঁদের এ আন্দোলন অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। তবে খেজুরিছড়া বাগানে মানববন্ধন করেছেন চা-শ্রমিকদের সন্তানরা। তাদের লেখাপড়ার খরচ বহনের সুবিধার্থে বাবা-মায়ের দাবির প্রতি সংহতি প্রকাশ করে ৩০০ টাকা দৈনিক মজুরি দাবি করেছেন তারা। অপরদিকে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করে বিষয়টি সুরাহা হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছেন চা-শ্রমিকরা।
শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম জানান, চা-শ্রমিকদের বৈধ প্রতিনিধি নয় এমন একটি তৃতীয় পক্ষের ইন্ধনের কারণে চা-শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন না। বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রীর দপ্তরে কার্যক্রম চলমান আছে। তবে আজ বৃহস্পতিবার ফের চা-বাগানের পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক চলছে।
৩০০ টাকা মজুরির দাবিতে গত ১০ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন।