ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সংলাপ আজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২২, ১১:৫৭ এএম

ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সংলাপ আজ

ওয়াশিংটনে আজ অর্থনৈতিক সংলাপে বসবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সংলাপে শ্রমিকের কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন বিষয়ে আলোচনা করবে দুই দেশ। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেলিযোগাযোগ, ডিজিটাল খাতসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।

এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলমও প্রতিনিধিদলে আছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডাব্লিউ ফার্নান্দেজ।

বাংলাদেশ যুক্ত হলে দেশটির কাছ থেকে ঠিক কী কী ধরনের সুবিধা পাওয়া যাবে, সংলাপে ঢাকার পক্ষ থেকে সে বিষয়েও জানতে চাওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, সংলাপের প্রথম সেশনে তৈরি পোশাক খাতের টেকসই সরবরাহ প্রক্রিয়া, ওষুধ শিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, তুলা আমদানি, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, আইটি, টেলিকম ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিষয়টি তুলে ধরবে বাংলাদেশ।

দ্বিতীয় সেশন শ্রমিকদের অধিকার ও শ্রম পরিবেশ, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মান অনুযায়ী এ খাতে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা এবং জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স ট্রেড বেনিফিট বা যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ বাণিজ্যিক সুবিধা) ও ডিএফসি (ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন বা যুক্তরাষ্ট্রের বিশেষ আর্থিক তহবিলের সহায়তা) নিয়ে আলোচনা হবে।

তৃতীয় সেশনে স্বাস্থ্য, জলবায়ু অভিযোজন ও প্রশমন, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি স্থান পাবে। চতুর্থ সেশন ব্লু-ইকোনমি ও মার্কিন উদ্যোগ ইন্দো-প্যাসিফিক বাংলাদেশের যুক্ততা ও সুবিধা সম্পর্কে জানতে চাইবে বাংলাদেশ।

Link copied!