মে ৭, ২০২৩, ০৮:৪৪ পিএম
রপ্তানিতে বৈচিত্রহীনতা বা স্বল্পসংখ্যক পণ্যে অতিমাত্রায় নির্ভরশীলতা বাংলাদেশের ভিশন ২০৩১ ও ভিশন ২০৪১ অর্জনে শৈথিল্য সৃষ্টি করতে পারে।
"ট্রান্সফর্মিং বাংলাদেশ'স পার্টিসিপেশন ইন ট্রেড এন্ড গ্লোবাল ভ্যালু চেইনস্" শীর্ষক এক রিপোর্টে এ পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
এডিবি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট এর যৌথ এ প্রতিবেদন রবিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এসময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন বাংলাদেশ ভিয়েতনামকে অনুসরণ করে রপ্তানিতে গ্লোবাল ভ্যালু চেইনস্ বা বিশ্ব মূল্য শৃঙ্খল উন্নয়ন করতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.সামছুল আলম বলেন, ট্রেড ও ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়াতে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও এ বিষয়ে গুরুত্ব আরোপ করে কর্মপরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি বলেন, "রপ্তানিতে নতুন সম্ভাবনাময় পণ্য যুক্ত করতে হলে ট্যাক্স কমাতে হবে। আবার বিদ্যমান বিশ্ব অর্থনীতির বাস্তবতায় সরকারকে ট্যাক্স বাড়াতেও হবে। আমরা এটা নিয়ে কাজ করছি।"
প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক বিনিয়েগ বা এফডিআই এর উপরও গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এতে দুটি লাভ হবে। এক, অর্থ আসবে। দুই, প্রযুক্তি ও দক্ষ ব্যবস্হাপনা আসবে।
তিনি বলেন, এ দুটিই আমাদের অর্থনীতির জন্য কল্যাণকর।
মূল আলোচনা উপস্থাপন করেন এডিবি'র প্রধান অর্থনীতিবিদ আলবার্ট এফ পার্ক।
প্যানেল আলোচনায় অংশ নেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর চেয়ারম্যান জায়েদী সাত্তার ও এডিবি'র আঞ্চলিক অর্থনৈতিক উপদেষ্টা রানা হাসান।