অক্টোবর ১১, ২০২২, ০৭:০২ পিএম
দীর্ঘ চার ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করে রাখার পর সড়ক ছেড়ে বাড়ি ফিরেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থীরা। বিকেল সোয়া চারটার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুন নাহার অবরোধস্থলে এসে ধানমন্ডি শাখা তুলে না দেওয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে।
এর আগে, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড়ে সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নেন।
শিক্ষার্থীদের দাবি, কোনো প্রকার নোটিশ ছাড়াই ক্যাম্পাস বন্ধ করার পাঁয়তারা করছে ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষ। এতে হুমকির মুখে পড়ছে ১ হাজার ৯০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন,“ ভিকারুননিসার চারটি শাখার মধ্যে এটাই প্রথম অনুমোদিত শাখা। ভাড়া বাড়িতে এই প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম চলছে। দীর্ঘদিন হওয়ায় এই ভবনের টেম্পার চলে গেছে। অধ্যক্ষ সেটা জানেন। কিন্তু তিনি নতুন ভবন বা স্থায়ী ক্যাম্পাসের উদ্যোগ নেননি। লস প্রজেক্ট দেখিয়ে এই শাখা এখন বন্ধের পাঁয়তারা করছে। সেজন্য ছাত্রী ও অভিভাবকরা রাস্তায় নেমেছে। “
ইয়াসিন হোসেন নামে এক অভিভাবক দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “সাবেক অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান স্থায়ী ক্যাম্পাসের জন্য জমির বায়না করেছিলেন। তবে বর্তমান অধ্যক্ষ কামরুন নাহার এসেই ওই জমির বায়না বাতিল করে দেন। এরপর ধানমন্ডি শাখার কয়েকজন শিক্ষককে মৌখিক নির্দেশে বদলি করা হয়।”
তিনি আরও বলেন, “জমির বিষয়ে আমরা জেনেছি, রাঘববোয়াল একটা কোম্পানি ওই জমি কিনতে এরই মধ্যে বায়না করেছে। সে কারণে আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করছি।”
সড়ক অবরোধ চলাকালে বিকেল ৩টার দিকে ভিকারুননিসার অধ্যক্ষের প্রতিনিধি হিসেবে বেশ কয়েকজন শিক্ষক এসে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা না মেনে স্কুল সরানোর সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগান দিতে থাকে।
বিকেল পৌনে ৪টায় ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহার ঘটনাস্থলে এসে আন্দোলনকারী ছাত্রী ও তাদের অভিভাবকদের আশ্বস্ত করলে তারা সড়ক ছেড়ে দেয়।
অধ্যক্ষ কামরুন নাহার বলেন, “আমরা অনেক চেষ্টা করেছি সরকারি একটা প্লট পেলে সেখানে আমরা বিল্ডিং করে নিব অথবা ইইডির (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) মাধ্যমে বিল্ডিং করে নিব। কেউ যদি দান করে, তাহলে আমাদের জন্য ভালো হয়। অভিভাবকদেরও সহযোগিতা লাগবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের আশ্বস্ত করছি স্কুল তুলে দেওয়ার চিন্তা আমাদের নেই। ধানমন্ডি শাখা থাকবে। হয়তো ভবিষ্যতে ধানমন্ডি এলাকায়ই নিজস্ব জমিতে রূপান্তরিত হবে।”
ধানমন্ডি শাখা বন্ধ করতে বা সরাতে কেন চান-জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “ধানমন্ডির ক্যাম্পাস সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এটি একটি গুজব। এখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। আমরা স্কুল সরাতে কোনো উদ্যোগ নেইনি। বর্তমানে ভবনটি ভাড়ায় চলছে। তাই একটু সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসের দাবির বিষয়ে আলোচনা চলছে। জমি খোঁজা হচ্ছে। ইনশাআল্লাহ অচিরেই শিক্ষার্থীদের দাবি পূরণ করা যাবে।”