এখনই বুস্টার ডোজ দেয়ার পক্ষে নেই ডব্লিউএইচও

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২১, ০৫:২০ পিএম

এখনই বুস্টার ডোজ দেয়ার পক্ষে নেই ডব্লিউএইচও

বিশ্বের অনেকে দেশ এখন পর্যন্ত যেখানে করোনাভাইরাস প্রতিরোধক টিকাই পায়নি, সেখানে টিকাগ্রহণকারী লোকজনের জন্য বুস্টার ডোজের অর্ডার করা উচিত নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের এই বিশেষ সংস্থাটি করোনাভাইরাস মোকাবিলায় অ্যান্টিবডি বাড়াতে টিকাগ্রহণকারী জনগোষ্ঠীকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনার বিরোধিতা করেছে।

সুইজারল্যান্ডের জেনেভোয় স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এসব কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস । সংগৃহীত ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মহাপরিচালক বলেন, কোভিড-১৯ মহামারিতে প্রাণহানি আবারও বেড়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং অনেক দেশ তাদের স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য এখনও পর্যাপ্ত টিকার ডোজ পায়নি।’

ডব্লিউএইচও মহাপরিচালক জা্নান, এখন পর্যন্ত অনেক দেশ তাদের স্বাস্থ্য কর্মীদের দেওয়ার জন্য পর্যাপ্ত টিকা  পায়নি। তারপরও কিছু কিছু দেশ ও অঞ্চল লাখ লাখ বুস্টার ডোজের অর্ডার করছে। অনেক দেশ এখনও করোনার সবচেয়ে ঝুঁকিতে আছেন।’

টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, যেসব দেশের বেশীরভাগ মানুষকে টিকাদান সম্পন্ন হয়েছে,মডার্না ও ফাইজার ওইসব দেশের টিকা নেওয়াদের  বুস্টার ডোজ সরবরাহে গুরুত্ব দিচ্ছে।’

Link copied!