এই করোনা মহামারীকালে পেগাসাস নামের ইসরায়েলি হ্যাকিং সফটওয়্যার নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। এ নিয়ে গত কয়েক দিন ধরে বিশ্বমিডিয়ায় তোলপাড় চলছে। ধাক্কা লেগেছে খোদ ইসরায়েলেও। কারণ, তাদের স্পর্শকাতর হ্যাকিং সফটওয়্যার পেগাসাস বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী সরকারগুলো তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে ফোনে আড়ি পাততে ব্যবহার করছে।
তবে বহু দেশ পেগাসাস দিয়ে বিরোধী শিবিরের ওপর নজরদারির অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু তাতেও তারা রক্ষা পাচ্ছে না। পেগাসাস প্রজেক্ট কর্তৃপক্ষই তা ফাঁস করে দিচ্ছে। এক্ষেত্রে তারা প্রমাণও দেখিয়ে দিচ্ছে। ফলে সাইবার বিষয়ক প্রযুক্তি বিক্রির নীতি পরিবর্তন করা হবে কিনা সে বিষয়ে তদন্ত করতে টাক্স ফোর্স গঠন করেছে ইসরায়েল সরকার।
ইসরায়েলের ওই টাস্কফোর্সে থাকছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক গোয়েন্দা ও জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ-এর প্রতিনিধিরা। অন্যদিকে এই প্রযুক্তি যেসব সরকার কিনেছে এবং ব্যবহারের শর্ত লঙ্ঘন করেছে— তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানটজ। মঙ্গলবার রাতে ইসরায়েলি মিডিয়া আউটলেটে এ তথ্য প্রকাশ হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য গার্ডিয়ান।
প্রসঙ্গত, ইসরায়েলের এনএসও গ্রুপের আবিষ্কার করা পেগাসাস সফটওয়্যার বিশ্বের বিভিন্ন দেশের নিপীড়নমূলক সরকারগুলোর কাছে বিক্রি করেছে ইসরায়েল। এরমধ্য দিয়ে তারা জনগণের বিরুদ্ধে নিপীড়নকেই কার্যত অনুমোদন দিয়েছে এনএসও। এর ফলে ইসরায়েলের ওপর বাইরের বিশ্বের কূটনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে।
বলা হয়েছে, এনএসও’র ক্লায়েন্টরা যেসব তথ্য সংগ্রহ করেছে আড়িপাতার মাধ্যমে, তা কি ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে চলে গেছে? এমন অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এবং সার্ভিলেন্স কোম্পানি। ওয়ালা নিউজকে সরকারি একটি সূত্র বলেছেন, আমরা মনে করছি আমরা যে সাইবার হুমকির মুখোমুখি, তা সারা বিশ্বের জন্য হুমকি। এসব প্রযুক্তি যারা ব্যবহার করে তাদের তা করা উচিত বৈধতা, দায়িত্বশীলতা এবং বৈষম্যহীনতার মধ্য দিয়ে। নিশ্চিত করতে হবে যে, সাইবার দুনিয়া নিরাপদ। এই সাইবার স্পেস সবার জন্য। এটা নিশ্চিত করতে আমরা আমাদের মিত্রদের সঙ্গে কাজ করবো।
ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী বেনি গানটজ মঙ্গলবার বলেছেন, এনএসও নিয়ে যেসব তথ্য প্রকাশ পেয়েছে, তাতে পেগাসাস প্রজেক্ট নিয়ে ইসরায়েলি সরকার বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে। তেল আবিব ইউনিভার্সিটিতে সাইবারবিষয়ক এক কনফারেন্সে তিনি আরও বলেন, আমরা শুধু সরকারগুলোর কাছে, শুধু আইনগত ব্যবহারের জন্য সাইবার পণ্য রপ্তানির অনুমোদন দিয়েছি। যেসব দেশ এই প্রযুক্তি কিনেছে তাদেরকে অবশ্যই ব্যবহারের শর্ত মেনে চলতে হবে।